যেদিন থেকে দায়িত্ব পেয়েছি তারপরথেকে একটু সময়ও নষ্ট করিনি : মেয়র আতিকুল
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে দলীয় মনোনয়ন পেয়ে মেয়র আতিকুল ইসলাম বলেন, যেদিন থেকে দায়িত্ব পেয়েছি তারপর থেকে একটু সময়ও নষ্ট করিনি আমি। তাই পরবর্তী নির্বাচনেও ঢাকা উত্তর সিটির সকল জনগণের সহায়তা চাই।
রোববার (২৯ ডিসেম্বর) ধানমন্ডির দলীয় কার্যালয় থেকে বেলা বারোটায় মেয়র ও কাউন্সিলর পদের প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এসময় তিনি উত্তর সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী হিসেবে আতিকুল ইসলাম এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী হিসেবে শেখ ফজলে নূর তাপসের নাম ঘোষণা করেন।
পরে ব্রিফিংয়ে আতিকুল ইসলাম বলেন, 'জনগণের ভোটে আমি নির্বাচিত হয়েছি, আবারো দল আমাকে মনোনয়ন দিয়েছেন। গত ৯ মাসের যে চ্যালেঞ্জ মোকাবিলা করেছি। আপনারা সবাই সেটা জানেন।'
ঢাকা দক্ষিণ সিটির মেয়র প্রার্থী হিসেবে ব্যারিস্টার তাপস দলীয় মনোনয়ন পাওয়ায় ব্যক্তিগতভাবে তাকে অভিনন্দন জানান মেয়র আতিকুল। দুজনে মিলে ঢাকাকে আরো উন্নত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এ সময় তিনি বলেন, 'সবাই মিলে যেন সুন্দর একটি ঢাকা গড়তে পারি আমরা।'